নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বুধবার নতুন দিল্লিতে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফায়জাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গতকাল সৌদি আরবের বিদেশ মন্ত্রী দু’দিনের সফরে ভারতে এসেছেন। বুধবারের এই বৈঠকের পর জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “দিল্লিতে আমাদের কৌশলগত অংশীদারি পরিষদের অধীনে রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কমিটির দ্বিতীয় বৈঠকে সৌদি আরবের বিদেশমন্ত্রী ফায়জাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সহ-সভাপতি হতে পেরে আনন্দিত।”
এস জয়শঙ্কর আরও জানান, “প্রতিরক্ষা অংশীদারিত্ব, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও যুব বিনিময় এবং আমাদের জনগণের মধ্যে সংযোগ-সহ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে আমাদের যৌথ প্রচেষ্টা নিয়েও মত বিনিময় করেছি।”