BRAKING NEWS

ককবরকের প্রশ্নপত্র বাংলা এবং রোমান হরফে ব্যবস্থার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ৬ নভেম্বর : ককবরকের প্রশ্নপত্র বাংলা এবং রোমান হরফে ব্যবস্থার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন দিয়েছে এনএসইউআই। তাতে, জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পরীক্ষায় সুবিধা হবে।

প্রসঙ্গত, সিবিএসই-র সাথে তাল মিলিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা প্রায় এক মাস সময় এগিয়ে আনা হচ্ছে। পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্র বাংলা ও রোমান হরফে তৈরি করা হলেও ককবরকের ক্ষেত্রে শুধু বাংলা হরফেই প্রশ্নপত্র তৈরি করা হয়। তাই, আজ এনএসইউআই মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশনে মিলিত হয়েছে।

এনএসইউআই নেতা আমির হোসেন বলেন, ককবরক বিষয়ের প্রশ্নপত্র শুধুমাত্র বাংলা হরফে হওয়ায় বহু জনজাতি ছাত্রছাত্রী সঠিকভাবে উত্তর লিখে আসতে পারে না। এভাবেই ককবরকের স্বাভাবিক উন্নয়নের পথে কাঁটা ছড়ানো হয়েছে। তাঁর দাবি, ককবরক বিষয়ের প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় হরফে তৈরি করা হোক। তাতে, ছাত্রছাত্রীরা পছন্দ মতো হরফের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা সরকারের কাছে তাঁর আরও দাবি, টিবিএসই-র পাশাপাশি সিবিএসই-কেও ককবরক বিষয়ে প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় হরফে তৈরি করার নির্দেশ দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *