রিয়াদ, ৬ নভেম্বর (হি.স.) : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে আল আইনকে ৫-১ গোলে হারাল আল নাসর। এই জয়ে আল আইনকে হারিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান সংহত করল তারা। উল্লেখ্য, গত মরসুমে এই আল আইনের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আল নাসর। চ্যাম্পিয়ন হয়েছিল এই আল নাসরই। আল নাসরের হয়ে গোলগুলি করেন তালিসকা দুটি, রোনাল্ডো, এঞ্জেলো গ্রাবিয়াল, ওয়েজেলি। আর আল আইনের গোল হয়েছে আত্মঘাতী। এই গোল নিয়ে কেরিয়ারে ৯০৮টি গোল করলেন রোনাল্ডো। এই পরাজয়ের পর এশিয়ান চ্যাম্পিয়নদের শেষ ষোলোতে ওঠাই এখন কঠিন। চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্র নিয়ে ‘পশ্চিম’ গ্রুপের ১২ দলের মধ্যে তারা আছে তলানিতে। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আল নাসর উঠে এসেছে তিন নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে l ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আল হিলাল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আল আহলি। পূর্ব’ ও ‘পশ্চিম’ গ্রুপ থেকে আটটি করে দল যাবে শেষ ষোলোতে।
2024-11-06