বিজেপির উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর: মঙ্গলবার সকালবেলা উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে বিজেপির উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যেখানে এই কার্যক্রম অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণে এসে এটির সমাপ্তি হয়। উল্লেখ্য ভারতবর্ষের প্রথম উপ প্রধান মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসকে কেন্দ্র করে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সকল কার্যকর্তা ও নেতৃত্বদের এই আয়োজন।

এতে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস,বিজেপির উত্তর জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্ত্তী, কালাছড়া RD ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা, বিজেপির উত্তর জেলার সম্পাদিকা গায়ীত্রী ঘোষ, বিজেপি নেতৃত্ব ডঃ তমজিৎ নাথ,রবীন্দ্র সূত্রধর,যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য্য সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *