কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): কালীপুজো উপলক্ষ্যে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ওই দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে রাত ৯.৪০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ কালী পুজোর দিন দুই প্রান্তিক স্টেশন থেকে ৮টি বিশেষ মেট্রো পরিষেবা চলবে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার কালী পুজো উপলক্ষ্যে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে রাত ৯.৪০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওই দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বর এই দুই প্রান্তিক স্টেশন থেকে ৮টি বিশেষ মেট্রো পরিষেবা চলবে।
2024-10-29