BRAKING NEWS

তামাকমুক্ত যুব অভিযান ২.০ দক্ষিণ ত্রিপুরার জেলায়

বিলোনিয়া, ২৬ অক্টোবর: আজ তামাকমুক্ত যুব অভিযান ২.০ এর অঙ্গ হিসাবে দক্ষিণ ত্রিপুরার জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে বিলোনিয়া সাব-ডিভিশনের নীহারনগর, রাজনগর এবং বড়পাথরী বাজার এবং আশেপাশের স্কুল এলাকায় COTPA আইন ২০০৩-এর তিনটি অভিযান চালানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর এবং পুরাণ রাজবাড়ি থানার যৌথ অভিযানে, তামাক আইনের ধারা ৪ অর্থাৎ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, তামাক আইনের ৬(এ)অর্থাৎ আঠারো বছরের কম বয়সী যেকোনো ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ  এবং ধারা ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। অভিযানে ১৫ জন ব্যবসায়ীর কাছ থেকে  ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল তামাক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা, অভিযানে উপস্থিত ছিলেন ইনস্পেকিং অফিসার অফ ড্রাগ আদিত্য প্রকাশ চাকমা, জেলা নোডাল অফিসার ডাঃ অলক দাস, জেলা পরামর্শক অরিজিৎ দাস এবং বিলোনিয়া থানার পুলিশ কর্মীরা,আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *