BRAKING NEWS

দানার প্রভাব থেকে স্বস্তি মিললেও ইন্দাসের দেবখাল জলের তলায়

বাঁকুড়া,২৬ অক্টোবর (হি.স.): দানার প্রভাব থেকে বাঁকুড়াবাসী স্বস্তি পেলেও  জেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় বাসিন্দারা নাজেহাল।দানার প্রভাবে শুক্রবার এক টানা বৃষ্টির ফলে আতঙ্ক তৈরি হয়েছিল জেলাবাসীর মনে। বৃষ্টির জলে জমি ডুবে ফসল নষ্ট  হতে পারে,কজওয়ে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এমনই আশঙকা তৈরী হয়েছিল।শনিবার আবহাওয়া উন্নতি হওয়ায়কিছুটা স্বস্তি পেল জেলাবাসী।এদিকে বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম লাগোয়া দেবখাল সেতু জলের তলায় ।যার ফলে বিস্তৃর্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গতকাল থেকেই  সেতুর  ওপর দিয়ে শুক্রবারেই প্রায় কোমর সমান উচ্চতায় জল বয়ে যেতে থাকে। প্রবল বেগে বয়ে চলা জল স্রোত পেরিয়েই জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে যাতায়াত। দানার প্রভাবে বাঁকুড়া জেলায় তেমন ঝড় না হলেও একটানা বৃষ্টি হয়েছে। গত একদিনে বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে ৫১.৮ মিলিমিটারের কাছে।এই বৃষ্টিতেই ফুলেফেঁপে উঠেছে দেবখাল সহ বিভিন্ন নদীর জল। আর তাতেই জলের তলায় চলে যায় শান্তাশ্রম লাগোয়া দেবখাল সহ অনেক নদীর সেতু। সেতুর ওপর দিয়ে শুক্রবার বিকাল থেকে  সমানে  জল বইতে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্দাস ব্লকের করিশুণ্ডা, বেলবান্দি, পাহাড়পুর-সহ পাঁচ থেকে সাতটি গ্রাম। বাজার থেকে শুরু করে স্কুল কলেজ এমন কি স্বাস্থ্যকেন্দ্রে  যাতায়াতের জন্য প্রতিদিন গ্রামগুলির বাসিন্দাদের দেবখাল পেরিয়ে যেতে হয় । একটু অসতর্ক হলেই জলের স্রোতের টানে সেতু থেকে প্রায় ৩০ ফুট গভীর খালে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়েই যাতায়াত করতে হচ্ছে। বিকল্প উপায় না থাকায় সমস্যায় পেড়েছেন গ্রামগুলির বাসিন্দারা। দেবখালের সেতুটির উচ্চতা বৃদ্ধি করার দাবী দীর্ঘদিনের।এলাকার মানুষের  অভিযোগ এই দাবির বিষয়ে প্রশাসন নির্বিকার।প্রতিবছর  একাধিকবার জলের তলায় চলে যায় সেতুটি। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হয় সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *