ছয়মাস ধরে বন্ধ মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্র, পরিদর্শনে দিয়ে হতবাক মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর: হেজামারাস্থিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ সামগ্রী  মজুত কেন্দ্র পরিদর্শনে গিয়ে মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের চক্ষু চড়কগাছ। হেজামারাস্থিত মৎস্য দপ্তরের মৎস্যচাষ সামগ্রী  মজুত কেন্দ্র বিগত ছয় মাস যাবত খুলছে না।

বুধবার হেজামারাস্থিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ সামগ্রী  মজুত কেন্দ্র পরিদর্শনে যান মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।  অফিসে গিয়ে দেখতে পান  বিগত ছয় মাস যাবত  অফিস খোলা হচ্ছে না এবং মৎস্য চাষ সামগ্রী নষ্ট হচ্ছে অফিস না খোলার কারণে।  অফিসের পরিকাঠামো নষ্ট হচ্ছে । তা দেখে দায়িত্বে থাকা ইনচার্জকে শোকজ করার নির্দেশ দিলেন মন্ত্রী। পাশাপাশি দপ্তরের যাবতীয় খোঁজখবর নিয়েছেন এদিন মন্ত্রী। দপ্তরের অবস্থায় হতাশা প্রকাশ করেন মৎস্য দপ্তরের মন্ত্রী।