খোয়াইয়ে কোহিনূর মার্কেট কমপ্লেক্সের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ অক্টোবর৷৷ খোয়াই শহরের প্রানকেন্দ্র সুভাষপার্ক অবস্থিত কোহিনূর কমেপ্লেক্স৷ ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্যতম সুন্দরতম মার্কেটটির চর্চা সর্বত্রই রয়েছে৷ ত্রিতল বিশিষ্ট দৃষ্টিনন্দন মার্কেটটির সৌন্দর্য্যতার আলোচনা করেন বিভিন্ন জেলা থেকে আগত মানুষজনও৷ তবে এখন পর্যন্ত এই ত্রিতল মার্কেটটির সমস্ত দোকান-ঘর এখনও ভরেনি৷ দ্বিতল পর্যন্তই শেড ঘরগুলি ভরেছে এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে এগিয়েও চলছে৷ কিন্তু বর্তমানে কোহিনূর মার্কেটে হাতেগুনা কয়েকজন সমাজের বখাটে যুবকের হাতে চলে গেছে৷ হেন্ডিং, কোরাক্স, ট্যাবলেট এর ব্যবসার যোগ্য স্থান হিসাবে ব্যবহার করছে কমপ্লেক্সের অভ্যন্তরকে৷ নেশায় আসক্ত এবং কিছু অসচেতন নাগরিকের কারনে পরিবেশ দূষিত হচ্ছে৷ শুধু তাই নয় কোহিনূর কমপ্লেক্সের দ্বিতল ভবনের উপর সামনের দিকেই দুই পাশকে শৌচালয় বানিয়ে রেখেছে কিছু অসচেতন মানুষজন৷ সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরাক্স এবং মদের বোতল সহ অন্যান্য দৃষ্টিকটু জিনিষ৷ এছাড়া ব্যবসায়ীদের উদাসীনতায় কমপ্লেক্সের অব্যন্তর পরিচ্ছন্ন যেমন থাকছেনা তেমনি কতিপয় ব্যবসায়ীরা হাঁটাচলার রাস্তায় দোকানের সামগ্রী দিয়ে ভরে রাখায় ক্রেতাদের চলাচলেও অসুবিধার সৃষ্টি হচ্ছে৷ গোটা চিত্র সম্পর্কে খোয়াই পুর পরিষদ জানেনা এমনটা নয়৷ সবই জানা৷ অথচ দায়ভার এড়িয়ে চলছে৷ তবে শুধু পুর পরিষদই দায়ি নয়, দায়ি কতিপয় ব্যবসায়ীরাও৷ ঐসব অবৈধ ব্যবসায়ীদের সাথে তাদের যোগসাজশ রয়েছে৷ জনগনের মতে দু-একজন ভাল ব্যবসায়ী প্রতিবাদ করতে এগিয়ে এলেও রক্তচক্ষুর কাছে ওনারা পিছপা হয়ে যান৷
কোহিনূর কমপ্লেক্সের অভ্যন্তরকে শৌচালয় বানিয়ে ফেলেছে কিছু অসচেতন মানুষ এবং কতিপয় অসাধু ব্যবসায়ী৷ তাই বলে কি কমপ্লেক্সে শৌচালয় নেই? আছে, কিন্তু খোয়াই পুর পরিষদের দায়িত্বে থাকা শৌচালয় উনারা ব্যবহার করতে দেননা৷ দ্বিতলে শৌচালয় ব্যবহার করতে দিলেও সেটিতে তালা দেওয়া থাকে৷ চাবি থাকে একজন ব্যবসায়ীর কাছে৷ কমপ্লেক্সের ব্যবসায়ীদের মতে, বারবার শৌচালয়ে যেতে একজন ব্যাক্তির কাছে চাবি চাইতে যাওয়া সম্ভব নয়৷ আর সে কারনেই কোহিনূর কমপ্লেক্সের দ্বিতলে সামনের দিককেই প্রাকৃতিকক কার্যাদি সম্পন্ন করে নেন অনেকেই৷ যেকারনে নুংরা-পুঁতিময় অবস্থায় মধ্যে ব্যবসায়ীদের এখন নাভি,শ্বাস৷ যদিও ওদিকে কেউ যাননা৷ আর সেই সুযোগে নির্জন এলাকায় সব অপকর্ম স্বর্গরাজ্য গড়ে তুলেছে৷ অথচ ৫০-৬০ হাত দুরেই রয়েছে সুভাষপার্ক আউটপোষ্ট৷ এমন নয় যে উনারা জানেন না কমপ্লেক্সের ভেতর কি চলছে, কে কি করছে৷ হেন্ডিং খেলা হচ্ছে৷ নেশার কারবার হচ্ছে৷ সবকিছু জেনেও সামান্য কিছু বাড়তি আয়ের লোভে সুন্দর এই মার্কেটটিকে ধবংশের মুখে ঠেলে দেওয়া হচ্ছে৷ জনগনের মতে, হাতেগুনা মাত্র কয়েকজন যাদের কথা উনাদের পরিবার শুনেনা তাদের জন্য প্রশাসনের কেন এমন উদারতা? জনসাধারন তাই দাবি জানিয়েছেন যেন কোহিনূর কমপ্লেক্সের জন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করে খোয়াই পুর পরিষদ এবং হাতেগুনা কিছু সমাজ কলুষিতকারী এবং কিছু অসাধু ব্যবসায়ীদের শক্ত হাতে মোকিবালা করে খোয়াই পুলিশ ও প্রশাসন৷ খোয়াইবাসীর এই দাবি কবে নাগাদ পুরন হয় এখন সেটাই দেখার৷