সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ: উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে উড়িয়ে দিল ভারত

কাঠমান্ডু, ১৮ অক্টোবর (হি.স.):  সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ভারত বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়  উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে।

শুরুর ম্যাচে বড় জয় ভারতকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রায় তৈরি করে দিয়েছে। রবিবার গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের ফলই ঠিক করে দেবে ‘এ’ গ্রুপের অবস্থানটা। ওই ম্যাচে যদি বাংলাদেশ জেতে তাহলে ভারতের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। তাহলে ২৩ অক্টোবর ভারত বাংলাদেশের  ম্যাচটি ঠিক  করবে কে গ্রুপ সেরা হবে।

শুক্রবার ‘বি’ গ্রুপের দুই ম্যাচে মালদ্বীপ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং নেপাল খেলবে ভুটানের বিরুদ্ধে।