BRAKING NEWS

ছুরিকাঘাতে আহত মোবাইল ব্যবসায়ীর মৃত্যু, ঘাতক যুবক হাসপাতালে চিকিত্সাধীন, অবস্থা স্থিতিশীল, ৪ টিএসআর জওয়ান ক্লোজ

আগরতলা, ১৭ অক্টোবর: ছুরিকাঘাতে আহত মেলারমাঠের মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এদিকে, ওই ঘটনায় টিএসআরের সপ্তম ব্যাটেলিয়ানের ৪ জন জওয়ানকে ক্লোজ করা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পুলিশ সুপার কিরণ কুমার কে।

প্রসঙ্গত, প্রসঙ্গত গত ১৫ অক্টোবর লেনদেন সংক্রান্ত বচসার জেরে মেলারমাঠের মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে ছুরিকাঘাতে করলো কলেজটিলার নিবাসী রাহুল রায়। দোকানের ভেতরে মেঝেতে ফেলে ছুরি দিয়ে একের পর এক আঘাত করছিলেন ওই যুবক। ঘটনাস্থলে প্রচুর রক্ত ঝরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশ এলাকার ব্যবসায়ীরা। যদিও কেউ কেউ ওই ঘটনা ক্যামেরা বন্দিও করছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে চুটে গিয়েছে পুলিশ। ওই যুবককে আটক করে পুলিশ এবং ছুরিটি উদ্বার করে। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা তাকে টেনে এনে গণধোলাই দেয়। যার ফের ওই যুবক গুরুতর আহত হয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে ওই ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে টিএসআর জওয়ান ওই ঘটনাস্থলে থাকা সত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। ওই ঘটনায়  নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী হরি শংকর সাহার মৃত্যু হয়েছে। 

এবিষয়ে পুলিশ সুপার কিরণ কুমার কে বলেন, মেলারমাঠের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। ওই ঘটনায় পুলিশ তরফ থেকে এক তদন্ত করা হবে। যদি তদন্তে পুলিশের ভূমিকাশ অসন্তষ্ট দেখা দেয় তাহলে কড়া পদক্ষেপ  নেওয়া হবে। তাছাড়া, ইতিমধ্যে টিএসআরের সপ্তম ব্যাটেলিয়ানের ৪ জন জওয়ানকে ক্লোজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *