BRAKING NEWS

পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের কারিগররা স্বশক্ত তথা আত্মনির্ভর হচ্ছেন : সাংসদ রাজীব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের কারিগররা স্বশক্ত তথা আত্মনির্ভর হচ্ছেন।  এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত নির্মাণের সংকল্পকে আরও এক পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে। আজ “পিএম বিশ্বকর্মা যোজনা” র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

প্রসঙ্গত, আজ “পিএম বিশ্বকর্মা যোজনা” র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে মহারাষ্ট্রের ওয়ার্ধাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবময় উপস্থিতিতে আয়োজিত মূল কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত লিচুবাগান স্থিত বিসিডিআই- এ  অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে।

এদিনের কার্যক্রমে এই যোজনার আওতায় মোট ২০ জন কারিগরকে লোন এবং ১৫৭ জন কারিগরকে তাঁদের শংসাপত্র প্রদান করা হয়েছে। তাঁদের হাতে শংসাপত্র তুলে দিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।এদিন তিনি বলেন, এই যোজনার মাধ্যমে দেশের কারিগররা প্রধানমন্ত্রী মোদীজির বিকশিত ভারত নির্মাণের সংকল্পকে আরও এক পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *