নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বনদপ্তরে। বুধবার সচিবালয় এক সাংবাদিক সম্মেলন করে বনদপ্তরে ক্ষতির বিষয়ে জানান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ত্রিপুরা রাজ্য। আর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে কৃষক মৎস্যজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরের ক্ষতির চিত্র সামনে উঠে আসছে। বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন দপ্তরের পাশাপাশি ক্ষতি হয়েছে রাজ্যের বনদপ্তরেও। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন পি সি সি এফ প্রবীণ আগারওয়াল সহ অন্যান্যরা।
দপ্তরের মন্ত্রী বলেন এনডিআরএফ-এ প্রাথমিক তথ্য অনুযায়ী বনদপ্তরের ক্ষতি হয়েছে সাত থেকে আট কোটি টাকা। কিন্তু দপ্তরের প্রাথমিক তদন্ত ক্ষতির পরিমাণ দেখা গেছে ১৫ থেকে ২০ কোটি টাকা। প্রবল বৃষ্টি ও মাটি ধ্বসের কারণে অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, এখনো সেই সমস্ত জায়গাগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তাই সব মিলে আনুমানিক এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩০ থেকে ৪০ কোটি টাকা বলে দাবি করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
পাশাপাশি তিনি বলেন বনদপ্তর ইতিমধ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বিভিন্ন পোশাক বিতরণ করেছে।আগামীকালও অমরপুরের রাজকান এলাকায় ২৫০ পরিবারের মধ্যে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করবে বলে জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।