রাহুল গান্ধীকে করা কুরুচিকর মন্তব্যের জন্য ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রীসহ বিজেপি নেতৃত্বদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্বদের কুশপুত্তলিকা দাহ করল বিশালগড় জেলা যুব কংগ্রেস নেতৃত্বরা। বুধবার দুপুর নাগাদ আচমকা মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর উপর বিভিন্ন কুরুচিমূলক মন্তব্য এবং তাকে প্রাণে মারার হুমকি ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিধায়ক সঞ্জয় গাইকোয়াড এবং বিজেপি নেতা তারবিন্দার সিং তাদের কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলন করেন নেতৃত্বরা মধুপুর বাজারে।

কংগ্রেস নেতৃত্বরা বলেন,  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যেভাবে অপমান করেছে কিংবা হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী মুখ খুলতে রাজি নন। এমনকি তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে। তাই তাদের সেই মনোভাবকে ধিক্কার জানিয়ে আন্দোলন করেন নেতৃত্বরা।

নেতৃত্বরা আরো বলেন, মোদির আমলে যে বেকারত্বের হার বেড়েছে গত ৪৫ বছরেও এরূপ ঘটনা ঘটেনি ভারতবর্ষের মধ্যে। পাশাপাশি দ্রব্যমূলক বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও সর্বদাই মোদি সরকার ব্যর্থ। ঐদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিত ভট্টাচার্যী, রাজ্য যুব কংগ্রেস কার্যকরী সভাপতি রাহুল সমাদ্দার এবং কমলাসাগর যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *