নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা” এই থিমকে সামনে রেখে সমস্ত দেশের সাথে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশানুসারে উত্তর ত্রিপুরার সহযোগিতায় এবং উদ্ভাবনি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় “স্বচ্ছতা হি সেবা ২০২৪” কর্মসূচির আজ আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।
এছাড়াও “স্বচ্ছতা হি সেবা ২০২৪” এই কর্মসূচির ব্র্যান্ডিং এবং প্রচার অভিযানের সূচনা করেন অপর্ণা নাথ, সভাধিপতি ,উত্তর ত্রিপুরা জেলা পরিষদ। এর পাশাপাশি উপস্থিত সকলে স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল গৌতম, জেলা যুব আধিকারিক, উত্তর ত্রিপুরা।
মূলত ১৭ ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর ২০২৪ ইং পর্যন্ত অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনের মাধ্যমে সাফাই অভিযান, বৃক্ষরোপণ , সাইকেল র্যালি , পদযাত্রা , সেমিনার , ঘরে ঘরে প্রচার, সামাজিক মাধ্যমে প্রচার, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কালেকশন , অংকন প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি করা হবে উদ্ভাবনি সামাজিক সংস্থার উদ্যোগে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার বিভিন্ন এলাকায়।
উদ্ভাবনি সামাজিক সংস্থার পক্ষে সৈকত দাস, নীলাঞ্জন দেব অনুষ্ঠানটি পরিচালনা করেন আজকের কর্মসূচিটি।