আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ৫ দফা দাবিতে সিআইটি ইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার ইউনিয়ন ও ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছল।
সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে, আসন্ন দূর্গা পূজার ১৫দিন পূর্বে এককালিন ২০ শতাংশ বোনাস দেওয়া, দ্রব্য মূল্য বৃদ্ধির সঙ্গে সংহতি রেখে শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, শ্রমিকদের গ্রেচুইটির এবং পিএফ-এর টাকা আইন অনুযায়ী প্রদান করা হোক।
পাশাপাশি, শ্রমিকদের বাসগৃহ নিয়মিত সংস্কার করা এবং বাগিচা আইন অনুযায়ী বাগান গুলির জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে না, অবিলম্বে বন্ধ করতে হবে এবং যেগুলি ব্যবহার হয়েছে সেই জায়গা গুলি বাগিচা তৈরি কাজে ব্যবহার করতে হবে। সরকারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে ও দাবি জানানো হয়েছে।