জম্মু ও শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভালোই সাড়া মিলেছে সাধারণ মানুষের। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, মাত্র দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১১.১১ শতাংশ। বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.৭২ শতাংশ। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৪১.১৭ শতাংশ। আর দুপুর তিনটে পর্যন্ত ভোটের শতাংশ ৫০.৬৫। নির্বাচন কমিশন থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত অনন্তনাগে ৪৬.৬৭ শতাংশ ভোট পড়েছে, ডোডায় ৬১.৯০ শতাংশ, কিশতওয়ারে ৭০.০৩ শতাংশ, কুলগামে ৫০.৫৭ শতাংশ, পুলওয়ামায় ৩৬.৯০ শতাংশ, রামবানে ৬০.০৪ শতাংশ এবং শোপিয়ানে ৪৬.৮৪ শতাংশ।
বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে ২০১৪-র মতো পূর্ণ রাজ্য নয়, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত ১০ বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিশতওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছিল।