আগরতলা ১৮ সেপ্টেম্বর : গাড়ির ধাক্কায় এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খোয়াই পদ্ম বিলে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে দমকলবাহিনী গুরুতর আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, খোয়াই পদ্মবিলে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন অমর চান সরকার। স্থানীয় মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছিলেন। দমকলকর্মী আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয় । মৃত ব্যাক্তির বয়স (৬০)