স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন টিএসআর স্বামী, মামলা 

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন টিএসআর স্বামী। মৃতার পরিবারের তরফ থেকে এমনটাই অভিযোগ তুলে টি এস আর জওয়ানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেন। ওই ঘটনায় বিশালগড় গজারিয়া তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃতার শ্বশুর বাড়ির সদস্যরা জানিয়েছেন, ১১ বছর আগে সামাজিক মতে বিয়ে হয়েছিল স্বপন দাস এবং লক্ষ্ণূ দাসের। তাদের বর্তমানে এক কন্যা সন্তান রয়েছে। স্বামী স্বপন দাস টিএসআরের ১২ নং ব্যাটেলিয়ানে কর্মরত। গতকাল বাড়ির তিন বউ মিলে পূজো দেখতে গিয়েছিলেন। রাত সারে আটটা নাগাদ বাড়ি ফিরে আসেন তাঁরা। হঠাৎ রাত ১১ টা নাগাদ লক্ষ্মীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান তাঁর শরীরে আগুন ধরছে। সাথে সাথে তাকে বিশালগড় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আগে সে সবাইকে বলে গিয়েছে তাঁর স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল।

এদিকে মৃতার মায়ের অভিযোগ, বিয়েট পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে লক্ষ্মী। আকন্ঠ মদ্যপান করে তাঁকে মারধোর করত। গতকাল তাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে স্বামী। স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা স্বামীর কঠোর শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *