বরপেটা (অসম), ১৭ সেপ্টেম্বর (হি.স.) : নিম্ন অসমের বরপেটা জেলার অন্তর্গত হাউলিতে স্থাপিত হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র একটি গবেযণা কেন্দ্র । আজ মঙ্গলবার এ সম্পর্কে মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এই প্ৰথম বেসরকারি বিদ্যালয় বরপেটা জেলার অন্তর্গত হাউলির সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলে স্থাপন করা হবে ইসরো-র গবেষণা কেন্দ্র। এই সম্পর্কে আজ মঙ্গলবার সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুল কৰ্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত হয়েছে মউ চুক্তি। আগামী দু-তিন মাসের মধ্যে প্রস্তাবিত গবেষণা কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলের সঞ্চালক-প্ৰধান খাইরুল ইসলাম এ খবর জানিয়েছেন। তিনি জানান, ইসরো-র গবেষণাগার স্থাপন সম্পর্কিত এই চুক্তি সম্পাদনের সময় স্কুল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যোমিকা স্প্যাস অ্যাকাডেমি-র সিইও তথা ইসরো-র টিউটর গোবিন্দ যাদব, উত্তর-পূ্র্বাঞ্চলে নিয়োজিত স্প্যাস অ্যাকাডেমির রাজ্য সমন্বয়ক তথা ইসরো-র টিউটর প্ৰাণেশ দেবনাথ।

