প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বনমালীপুর মণ্ডলের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন  উপলক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মহোদয় সহ অন্যান্য নেতৃত্বগণ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার ব্যাস্ততার মধ্যেও এই সেবামূলক কার্যক্রমে  বিশাল সংখ্যায় অংশগ্রহনের জন্য আমি সকল কার্যকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি দু:স্থদের মাঝে বস্ত্র দান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। 

এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য মানুষের সেবা করা। করোনা মহামারীর সময় দলের নেতৃত্বরা মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে যা যা করা সম্ভব তা করা হয়েছে। তাছাড়া, দেশকে এগিয়ে নিয়ে যাতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ তাঁর জন্মদিনকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *