দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সোমবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল সুখজিতদের ভারত।  এবার ফাইনালে ভারতের সামনে চিন।  এই টুর্নামেন্টে গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।  অলিম্পিকে এসেছে ব্রোঞ্জ। সেই ফর্মের ধারাবাহিকতা  এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বজায় রেখেছে ভারত।  ১৩ মিনিটে ভারতকে এগিয়ে দেন উত্তম সিং।  দ্বিতীয় গোলটি করেন   হরমনপ্রীত ১৯ মিনিটে।  হাফটাইমে ২-০ গোলে এগিয়ে যায় ভারত।  তৃতীয় কোয়ার্টার শুরুতেই গোল করলেন জার্মানপ্রীত।  মাঝে একটি গোল শোধ করে কোরিয়া।  কিছুক্ষণ পরেই ভারত চতুর্থ গোল করে।  গোল করেন সেই হরমনপ্রীত।  ভারত জিতে যায় ৪-১ গোলে।  ফাইনালে এখন সামনে চিন।  চিন সেমিফাইনালে হারাল পাকিস্তানকে।  নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ হওয়ায় পর শুট আউটে জিতে যায় চিন।