কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : বাংলাদেশ অভিমুখে সরেছে গভীর নিম্নচাপটি। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। উল্লেখ্য, সংলগ্ন বঙ্গোপসাগরে উপরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশঃ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের আকার নেয়। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, ছয় ঘন্টা আগে তা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে গেছে। আজ অর্থাৎ শনিবার ৯০ কিলোমিটার উত্তর পশ্চিমে ক্যানিং ও ১০০ কিলোমিটার পূর্বে ও উত্তর পূর্বে কলকাতাতে সন্ধে পর্যন্ত এর প্রভাব থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে সম্ভাবনা রয়েছে। এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেই তা সরে যাবে আগামী ৪৮ ঘন্টায়। অগ্রসর হবে ঝাড়খণ্ডের দিকে এবং তা ক্রমশঃ দুর্বল হবে।
2024-09-14