সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহসভাপতির নেতৃত্বে বন্যা বিধ্বস্ত সোনামুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩০ আগস্ট: সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহসভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার বন্যা বিধ্বস্ত সোনামুড়ার বিভিন্ন এলাকা সফর করেছেন। সফরকালে তারা বন্যা বিধ্বস্ত কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ অমরারাম, সর্বভারতীয় নেতৃত্ব পি কৃষ্ণ প্রসাদ, পবিত্র করসহ অন্যান্যরা শুক্রবার সোনামুড়া মহকুমা সফর করেন এবং সেই এলাকার কৃষকদের সাথে কথা বলেন। বন্যায় দুর্গত কৃষকদের দুঃখ দুর্দশা সম্পর্কে খোঁজখবর নিয়ে তারা বলেন এবারের বন্যায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাথা তুলে দাঁড়ানো কৃষকদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং সার বীজ কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

রাজ্য সফরকারী কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বন্যা কবলিত জেলার বিভিন্ন এলাকা সফর করেন শুক্রবার। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন।  শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে আসেন এক প্রতিনিধি দল। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন রমেশ কুমার, পিকে মিনা , শশাঙ্ক ভূষণ। তাছাড়া এই প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চাঁননি চন্দন সহ অন্যান্য আধিকারিকগন।

এদিনের এই প্রতিনিধি দলটি খোয়াইয়ের জামিরা অঞ্চল , চেব্রি অঞ্চল, খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চল, ঘিলাতলী ঘাট, পশ্চিম দুর্গাপুর সহ অন্যান্য বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক সহ অন্যান্যদের সঙ্গে ক্ষয়ক্ষতি সম্পর্কে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।