বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ঘিলাতলীতে

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের৷ তার নাম বিকাশ দেববর্মা৷ বাড়ি উত্তর ঘিলাতলীর রামকৃষ্ণ পাড়ায়৷ বৃহস্পতিবার সাত সকালে সে কাকার বাড়িতে এসেছিল৷ সেখানে দালানবাড়ি তৈরির কাজ চলছে৷ রাজমিস্ত্রিরা আসবে৷ এর আগে ইট ভেজানোর জন্য পাম্প মেশিন দিয়ে জল তোলার চেষ্টা করছিল বিকাশ৷ তখনই পাম্প মেশিনে বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷