উত্তর প্রদেশের মৈনপুরীতে ছাদ ভেঙে মৃত্যু ৩ মহিলার, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

মৈনপুরী, ২৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় দোতলা একটি বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারালেন ৩ জন। মৃতরা ৩ জন মহিলা ও একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৈনপুরী জেলার ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল ওই বাড়িটি। বৃহস্পতিবার আচমকাই বিকট শব্দ করে বাড়ির ছাদ ভেঙে পড়ে।ডেপুটি পুলিশ সুপার সত্য কুমার শর্মা বলেছেন, দোতলা বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৩ মহিলার। কেউ আহত হননি। ঘটনার সময় বাড়িতে ৩ জন মহিলাই ছিলেন। বাড়িটি ১৫-১৬ বছরের পুরনো। দাবি করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে ছাদ ভেঙে পড়েছে। তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত জেলাশাসক রামজি মিশ্র বলেছেন, “এটি কৌশলেন্দ্র যাদবের বাসভবন। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা হলেন-নীলম, অনুপমা এবং প্রীতি – যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *