টানটান উত্তেজনায় পুলিশি ঘেরাটোপে যথাসময়ে নবান্নে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার সকাল ৮টা থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। নবান্নের চারপাশে কার্যত মাছি গলতে না পারা নিরাপত্তার বলয়। সাদা পোশাকেও মোতায়েন বহু পুলিশ। পৌনে এগারোটা নাগাদ নবান্নে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার মাঝখান দিয়ে নবান্নে ঢোকেন তিনি।

মোট ৬ হাজার পুলিশকর্মী শহরের রাস্তায় মোতায়েন ছিল মঙ্গলবার। ২৬ জন ডেপুটি কমিশনার আধিকারিকও ছিলেন পথে। এদিন অবশ্য নবান্ন অভিযান ঘিরে এই সাজোসাজো রবের মাঝে বাধ সেধেছে নাগাড়ে বৃষ্টি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল নবান্ন অভিযানে ঠিক কী হবে?

প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি পুলিশ। লাঠি থেকে শুরু করে হেলমেট, বডি প্রটেক্টিভ গিয়ার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। সাদা পোশাকেও বহু পুলিশ মোতায়েন করা হয়ে নবান্নের ভিতরে ও বাইরে। হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চার জন আইজি পদমর্যাদার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও ছিলেন।

আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কোনা এক্সপ্রেস (নিবরা থেকে দ্বিতীয় হুগলি সেতু), আন্দুল রোডের একাংশ, জিটি রোড (মল্লিক ফটক থেকে বেতাইতলা), হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোরসর রোড এইচআইটি ব্রিজ থেকে আর বি সেতু-সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল করবে না মঙ্গলবার। পাশাপাশি জানানো হয়, যে সমস্ত গাড়ি কোলাঘাট, ডানকুনি, হাওড়া, হাওড়া স্টেশন থেকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চায় তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে ব্যারিকেড করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *