নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘একনায়ক’ বলে আক্রমণ করলেন গৌরব ভাটিয়া। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েলের পলিগ্রাফ পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি।মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, “দেশে যদি কোনও একনায়ক থাকে, তবে সেই একনায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়… সত্য বেরিয়ে আসা উচিত, তদন্তকারী সংস্থা সিবিআই-এর উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনারের পলিগ্রাফ পরীক্ষা করা। সত্যকে চাপা দেওয়া যায় না এবং সবচেয়ে বড় কথা এই যে, যতদিন এই লোকজন নিজেদের থাকবে এবং শিক্ষার্থীদের পিষে ফেলবে, সংবিধানকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে, এটা বরদাস্ত করা হবে না, এই ইস্যুটি জোরালোভাবে উত্থাপন করা হবে।”
2024-08-27