আগরতলা, ২৭ আগস্ট: রহস্যজনকভাবে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত তাঁর স্বামী। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতার ভাই। পরবর্তী সময়ে গৃহবধূর পরিবারের ডরফ থেকে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে মৃতার ভাই, গত ৮ বছর আগে গৌতম চন্দ্র শীলের সাথে রিঙ্কি দাসের (২৯) দ্বিতীয় বিয়ে হয়েছিল। তাদের সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছিল। প্রথম স্বামী মারা যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করেছিলেন। আগের সংসারে তার একটি মেয়ে রয়েছে। সে আপাতত মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেন। গৌতম চন্দ্র শীল ও গৃহবধূ রিঙ্কি দাস বণিক্য চৌমুহনীতে ভাড়া বাড়িতে থাকতেন। স্বামীর বাড়িতে প্রতিনিয়ত কলহ সহ নানাহ নির্যাতনের শিকার হচ্ছিলেন গৃহবধূ বলে অভিযোগ।
অভিযোগ, বিয়ের কিছু মাস পর থেকেই স্বামী নানা রকম মানসিক নির্যাতন শুরু করে ওই গৃহবধুর উপর। রিঙ্কি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল কিন্তু তারা কাউকে কিছু জানায় নি। এমনকি, তার স্বামী ডাক্তার পর্যন্ত দেখায় নি। গতকাল রাতে তার স্বামী বাপের বাড়িতে ফোন করে রিঙ্কির মৃত্যুর সংবাদ জানিয়েছেন। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায় নি।