ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাঁতরাগাছিতে উত্তেজনা, চললো লাঠি-কাঁদানে গ্যাস-জলকামান

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড হয়। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া হয়।

অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কোনা এক্সপ্রেসওয়েতে বসে পড়েন মিছিলকারীরা। হাওড়া ব্রিজেও শুরু হয় তুমুল অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ইটের আঘাতে সাঁতরাগাছিতে মাথা ফাটে র‌্যাফের এক জনের। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিক্ষোভকারীদের হঠাতে চলে পুলিশের জলকামান।

প্রসঙ্গত, নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের খাবার সরবরাহের কাজের সেই দায়িত্ব নিয়ে কলকাতায় আসার পথে হাওড়া থেকে নিখোঁজ হন বলে অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। নিখোঁজ ছাত্রদের পরিবার মঙ্গলবার সকালেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলার শুনানি হতে পারে বুধবার। আর মামলা দায়েরের পরই রাজ্য পুলিশের তরফে  সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়, অশান্তির ছক ছিল তাঁদের, সেই আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *