পাটনা, ২৭ আগস্ট (হি.স.): জন্মাষ্টমীর রাতে বিহারের ভাগলপুরে ভূমিকম্প অনুভূত হলো। কম্পনের তীব্রতা ছিল ৪.৫।
জানা গেছে, সোমবার রাত প্রায় ১২.৫০ নাগাদ বিহারের ভাগলপুরে ভূকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার রামগড়ে। এই উৎসস্থল ভাগলপুরের ২০০ বর্গকিলোমিটারের মধ্যে। ফলে ভাগলপুর এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৫। কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।