বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে; মেট্রোয় ভিড়, হেঁটেই হাওড়া সেতু পেরোলেন যাত্রীরা

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে ঘিরে যে আশঙ্কা ছিল, তাই হল। নবান্ন অভিযানের আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিল পুলিশ। ভিড় বেড়েছে কলকাতার লাইনলাইন মেট্রোয়, সড়কপথে গন্তব্যে পৌঁছতে না পেরে অনেক যাত্রীই মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেছেন। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় দেখা গিয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে মেট্রো ছাড়তেও বিলম্ব হয়েছে।মঙ্গলবারের নবান্ন অভিযানের জন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাওড়া স্টেশনে প্রায় অমিল বাস। চলছে হাতেগোনা কয়েকটি সরকারি এবং বেসরকারি বাস। হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পুলিশের ভ্যান। এই অবস্থায় বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়়া সেতু ধরে হাঁটতে থাকেন বহু যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *