রাজ্য সরকার ও পুলিশকে বার্তা রাজ্যপালের, বললেন  শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন নয়

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): নবান্ন অভিযানের আগে রাজ্য সরকার এবং পুলিশকে বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বোস স্পষ্টতই বলেছেন, “মনে রাখবেন, গণতন্ত্রে নীরব সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, সংখ্যাগরিষ্ঠতাকে নীরব করে দেওয়া নয়।’’ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছেন রাজ্যপাল।মঙ্গলবার সকালে রাজভবন থেকে ৪০ সেকেন্ডের ভিডিও-বার্তায় রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, “পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভের প্রেক্ষাপটে ও প্রতিবাদ দমনের জন্য সরকারের কিছু নির্দেশের প্রেক্ষিতে, আমি সরকারের প্রতি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মনে রাখার জন্য অনুরোধ করব।” রাজ্যপাল বলেছেন, ‘‘আমি বলতে চাই শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে পশ্চিমবঙ্গে যেন সরকারি ক্ষমতার অপব্যবহার করা না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *