তুরিন, ২৭ আগস্ট (হি.স.): মোতাকে নতুন কোচ করে ইতালিয়ান সিরিআ-তে দুর্দান্ত মরসুম শুরু করেছে জুভেন্টাস। গত মে মাসে ইতালিয়ান কাপের ফাইনালে হেরে যাওয়ার পর কোচ মাসিমিলিয়ানো এলিগ্রিকে সরিয়ে জুভেন্টাস নতুন কোচ মোতাকে নিয়োগ দিয়েছে। প্রথম দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট পেয়েছে তারা। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ক্লাবটি।
সোমবার অ্যাওয়ে ম্যাচে ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। প্রথম ম্যাচে কমোকেও ৩-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস। সিরিআ-তে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেললেও একমাত্র জুভেন্টাসই দুটি ম্যাচ জিতেছে।
জুভেন্টাসের হয়ে গোলগুলি করেন ডুসান ভায়োভিচ, নিকোলো স্যাভোনার ও ভায়োভিচ।