নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
ইসকন এর উদ্যোগে পূর্বাশার ময়দানে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫০ তম জন্মাষ্টমী রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ইসকন মিশন সহ সব কটি ধর্মীয় মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসকন মিশনের উদ্যোগে পূর্বাশা ময়দানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে সমাগত ভক্তদের মধ্যে ইসকন মিশনের তরফ থেকে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মিশন আয়োজিত অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।