নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২৬ আগস্ট:
দু:সাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ গ্রামের গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে।
ঘটনার বিবরনে জানা যায়, প্রতিদিনের মত দেবব্রত দাস সহ উনার মা ও স্ত্রী সন্তান রাতে খাবার দাবারের পর ঘুমিয়ে পড়েন। রাত্রি প্রায় তিন টার সময় উনার বয়স্ক মা ঘুম থেকে জেগে উঠলে দেখতে পান যে ঘরের সব কয়টি দরজা খোলা ।
তিনি চিৎকার করলে বাড়ির অন্যরা জেগে উঠে দেখেন যে বারান্দার গ্রিলও খোলা অবস্থায় রয়েছে।ততক্ষনে চোরেরা মোবাইল ফোন সহ নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ,১২ থেকে ১৪ ভরি স্বর্ণ অলংকার হাতিয়ে গা ঢাকা দিয়েছে।
এ কান্ডে তদন্তে নামে পানিসাগর থানার পুলিশ সহ এসডিপিও ও এসপি। কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।