মাদ্রিদ, ২৬ আগস্ট (হি.স.): প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ছিল নিষ্প্রভ। আক্রমণভাগে কোনও ঝাঁজ ছিল না। বিরতির পর তারা জ্বলে উঠল। গেল একের পর এক আক্রমণে। রিয়ালের আক্রমণের সামনে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেন রেয়াল ভাইয়াদলিদ গোলরক্ষক। কিন্তু রিয়ালের আক্রমণের ঝাঁজ এতই ছিল যে শেষ পর্যন্ত ভাইয়াদলিদ গোলরক্ষক রক্ষা করতে পারলেন না দলকে। এর মাঝেই জালের দেখা মিলল তিনবার। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ফেদেরিকো ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। আর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে রয়ালের জার্সিতে অভিষেক মাতান ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্দ্রিক। স্পেনের বাইরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়ে লা লিগায় গোলের কীর্তি গড়লেন এন্দ্রিক।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ
মেজর লিগ সকার: মরসুম শেষের আগেই মাঠে ফিরবেন মেসি, ইঙ্গিত কোচের
নিউ ইয়র্ক, ২৬ আগস্ট (হি.স.): আর্জেন্টাইন তারকা মেসি কোপা আমেরিকা ফাইনালের পরেই রয়েছেন মাঠের বাইরে । তার মাঠে ফেরার অপেক্ষায় ভক্তরা উদগ্রীব হয়ে রয়েছেন। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ না থাকলেও ইন্টার মায়ামি কোচ তাতা মার্টিনোর আশা খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন এবং মরসুম শেষের আগেই। মেসির প্রসঙ্গে মার্টিনো বলেন, ‘সে দলের সঙ্গে অনুশীলনে না থাকলেও মাঠে আছে এবং ট্রেইনারদের সঙ্গে কাজ করছে। তার অবস্থার উন্নতির দিকে। কবে নাগাদ সে মাঠে ফিরবে, সেই বিষয়ে আমরা এখনই অনুমান করে কিছু বলছি না। অনুশীলনে ফেরার পর মাঠে সে কেমন অনুভব করছে সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে মেসি শীঘ্রই মাঠে ফিরবেন। ‘