করিমগঞ্জ (অসম), ১৯ আগস্ট (হি.স.) : বেহাল করিমগঞ্জের লঙ্গাই চাঁন্দখানি পূর্ত সড়ক । সোমবার এনিয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা । প্রাক্তন জেলাপরিষদ ও কর্ণমধু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল সংস্কারের দাবিতে জেলাশাসক স্মারকপত্র প্রদান করেছেন । পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে যদিও বেহাল সড়ক মেরামতের কাজে হাত দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসককে । একই দিনে স্মারকপত্রের প্রতিলিপি তোলে দেওয়া হয়েছে করিমগঞ্জের পূর্ত বিভাগীয় বাস্তুকার বিশ্বজিৎ নাথের হাতে । স্মারকপত্রে উল্লেখ করা হয় যে, লঙ্গাই চাঁন্দখানি সড়কের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও। ফলে প্রায়দিন কয়েক হাজার লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি ছোট-বড় সবধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল করে এই সড়কপথে। এতে অনেক সময় সড়কের উপর সৃষ্ট বিশাল গর্তে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয় বাহন। কোনও মুমূর্ষু রোগী নিয়ে বিরাট গর্ত পাড়ি দিতে গিয়ে চালক সমস্যার মুখোমুখি হন। তাই বর্তমানে শীঘ্র গর্ত ভরাট না করা হলে যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে । স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেনবিজন ধর, শুভ্রজিৎ পাল চৌধুরী, অশোক দত্ত, নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, রতন রায়, অমল চক্রবর্তী, বাবুল রানা সহ অনেকে ।
2024-08-19