কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়ার দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। ঘটনাচক্রে তারপরেই তৃণমূল সাংসদকে তলব করল পুলিশ। অন্তত এমনটাই খবর সূত্রের। জানা যাচ্ছে, তিনি নাকি ভুয়ো পোস্ট করেছিলেন। সেই কারণেই এই তলব।
উল্লেখ্য, রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সরাসরি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারের হেফাজত চেয়ে বসেন। সুখেন্দুশেখর দাবি করেন, আর জি কর কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অজানা। যা বলতে পারবেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার। তৃণমূল সাংসদ বলেছেন, সিবিআইয়ের উচিত এদের হেফাজতে নিয়ে জেরা করা। সুখেন্দুশেখরের প্রশ্ন, কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩ দিন পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে গেল স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, এই দুজনকে হেফাজতে নিক সিবিআই, ওদের মুখ খোলানো দরকার।