উত্তর জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ আগস্ট:ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ  শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বুধবার হরঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে আজ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয় হর ঘর তিরাঙ্গা র‍্যালি।এই রেলিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, অতিরিক্ত মহকুমা শাসক, সিনিয়র ডেপুটি কালেক্টর, শিক্ষা অধিকারীক উত্তর জেলা, বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রীরা।তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ভারতীয় জনতা পার্টি দলের কর্মীরা। এই বর্ণাঢ্য র‍্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এসে সমাপ্ত হয় ধর্মনগর বড় দিঘীরপাড় নেতাজি প্রতিকৃতির সামনে। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করেন বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।