ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গঠিত হলো পশ্চিম জেলা দল। রাজ্য ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে। এ মাসের শেষের দিকে নলছড়ে হবে রাজ্য আসর। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে রবিবার রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবে হয় পশ্চিম জেলার দল গঠন। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, রাজ্য ভারোত্তোলন সংস্থার সচিব দুলাল কর্মকার এবং উদ্যোক্তা ক্লাবের কর্তারা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয় আসর। প্রতিযোগিতার থেকে রাজ্য আসরের জন্য বাছাই করা ভারোত্তোলকরা হলো :সাবজুনিয়র বালিকো:৪০ কে জি: রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের সীমরন আক্তার,৪৫ কে জি ত্রিপুরা স্পোর্টস স্কুলের আলিশা দেববর্মা, + ৪৫ কেজি বিভাগে এন এস আর সি সি-র বৃষ্টি উরিয়া, (বালক) ৪৯ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের রাহুল দেবনাথ, ৫৫ কে জি এন এস আর সি সি-র রিপন দাস,+ ৫৫ কে জি এন এস আর সি সি-র দীপেন্দু দেববর্মা, জুনিয়র (বালিকা) ৪৯ কে জি এন এস আর সি সি-র বর্ষা দাস, ৫৫ কে জি এন এস আর সি সি-র মৌসুমী দেবনাথ, ত্রিপুরা স্পোর্টস স্কুলের ধীরিং চাকমা, + ৫৫ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের শায়নিকা দাস, ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিজীতা মারাক (বালক) ৫৫ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের রোহিত দাস, এন এস আর সি সি-র রূপেন কুমার দাস, ৬১ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের দীপ্তনু রায় চৌধুরি, এন এস আর সি সি-র দীপায়ন সরকার, ৬৭ কে জি ত্রিপুরা স্পোর্টস স্কুলের সুমন চাকমা, ৭৩ কে জি ত্রিপুরা স্পোর্টস স্কুলের রিমন দেববর্মা, ৮৯ কে জি ত্রিপুরা স্পোর্টস স্কুলের গকুল শর্মা, সিনিয়র (মহিলা) ৪৫ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের রূমনা খাতুন। ৪৯ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের হিমাংকীনী দাস, ৫৯ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের কল্যাণী রায়, ৬৪ কে জি এন এস আর সি সি-র অপূর্বা সরকার, +৬৪ কে জিতে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের তনুশ্রী পাল,এন এস আর সি সি-র দীভা রাণী দেববর্মা, (পুরুষ) ৫৫ কে জি এন এস আর সি সি-র রজত কুমার দাস, ৬১ কে জি বিবেকানন্দ ব্যায়ামাগার রূপণ মল্লিক, ৬৭ কে জি এন এস আর সি সি-র শায়ন রায়, ৭৩ কে জি এন এস আর সি সি-র শুভম দেব, ৮১ কে জি রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের আপন দাস, ৮৯ কে জি এন এস আর সি সি-র ড্যানিয়েল জমাতিয়া, + ৮৯ কে জি এন এস আর সি সি-র অটল দেববর্মা।
2024-08-12
