হিন্দু নির্যাত‌নের প্রতিবা‌দে ‘বাংলা‌দেশ চ‌লো’ শীর্ষক বিক্ষোভ মি‌ছিল ক‌রিমগ‌ঞ্জে

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ১১ আগস্ট (হি.স.) : বাংলা‌দে‌শে সৃষ্ট অশান্ত প‌রিস্থি‌তি‌তে সে ‌দে‌শে সংগঠিত হিংসাত্মক আন্দোল‌নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। হিন্দুদের ওপর নে‌মে এসে‌ছে ভয়াবহ অত্যাচারের খাঁড়া। এর প্রতিবাদ সংগঠিত হচ্ছে ভার‌তের বি‌ভিন্ন স্থানে। হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে এ ধরনের প্রতিবাদী কর্মসূচি পালিত হচ্ছে করিমগঞ্জেও।আজ র‌বিবার ক‌রিমগঞ্জ হিন্দুর‌ক্ষী দল সহ অন্যান্য হিন্দু সংগঠনের হাজার হাজার কার্যকর্তা ও সমর্থক এক প্রতিবাদী মিছি‌লের আয়াজন ক‌রেন। নানা ধরনের স্লোগা‌ন ও প্ল্যাকাৰ্ড হাতে নিয়ে শহ‌রের রাজপথ প‌রিক্রমা ক‌রে সুতারকা‌ন্দি অভিমু‌খে বাংলা‌দে‌শ সীমান্তের দি‌কে এগি‌য়ে যাওয়ার চেষ্টা করে মিছিল। কিন্তু মাঝপ‌থে মি‌ছিলকে ব্যারিকেড লা‌গি‌য়ে আট‌কে দেয় পুলিশ প্রশাসন।

প‌রে এক পথসভায় হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তারা নি‌জে‌দের ক্ষোভ উগ‌ড়ে দি‌য়ে ব‌লেন, বাংলাদে‌শে ছাত্র আন্দোল‌নের শেষ পর্যা‌য়ে যা শু‌রু হ‌য়ে‌ছে তা ভাব‌লে গায়ে কাঁটা দেয়। মূল আন্দোল‌নের ভিত‌রে উগ্র মৌলবাদীরা প্রবেশ ক‌রে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অমান‌বিক নির্যাতন শুরু ক‌রেছে। এটা যে কোনও সভ্য‌ জা‌তির প‌ক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।তাঁরা বলেন, বাংলাদে‌শে নানা সম‌য় এ ধরনের কাণ্ড ঘ‌টি‌য়ে চলেছে মৌলবা‌দীরা। শীঘ্রই এ সব বন্ধ ক‌রে হিন্দু‌দের সুরক্ষা না দি‌লে ভার‌তের হিন্দু সংগঠনের কার্যকর্তারা ঘ‌রে ব‌সে থাক‌বেন না। পাশাপা‌শি তাঁরা বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে সে দে‌শের সংখ্যালঘু‌দের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ কামনা ক‌রেছেন।