আগরতলা, ৯ আগস্ট : আজ ভারত বর্ষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই ১৯৪২ সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতরণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের পথ চলা শুরু হয়েছিল। যথাযোগ্য মর্যাদায় আজ প্রদেশ কংগ্রেস ভবনে এই দিনটি পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিন আশিস কুমার সাহা বলেন, এই দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। ১৯৪২ সালে আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশদের বিতারণের জন্য। একইভাবে এই সময়ের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারত জড়ো আন্দোলন সংঘটিত হচ্ছে গোটা ভারতবর্ষকে এক সুতায় বাধার জন্য।
পাশাপাশি শ্রী সাহার দাবি করেন, এই সময়ের মধ্যে যেভাবে গোটা দেশ জুড়ে বিজেপির নেতৃত্বে বিভাজনের রাজনীতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতজড়ো আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

