বি-ডিভিশন লীগ ফুটবলে বীরেন্দ্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনেকটা চ্যাম্পিয়নের মেজাজে একেবারে জয়ের হ্যাটট্রিক। আপাতত টুর্নামেন্টের ১১তম ম্যাচের শেষে পয়েন্ট তালিকার শীর্ষেও অবস্থান করছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন লীগ ফুটবলের খেলায় আজ, রবিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল তিন গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করেছে। যদিও প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খেলা গোলশূন্য অবস্থায় ড্র ছিল। এক কথায় প্রথমার্ধে বীরেন্দ্রর রক্ষণভাগ অনেকটা প্রতিরোধ করতে পেরেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে বিলাস দেববর্মার গোল ত্রিপুরা স্পোর্টস স্কুলকে ১-০ তে এগিয়ে দেয়। ৬৩ মিনিটের মাথায় বিলাসের দ্বিতীয় গোল স্পোর্টস স্কুলকে আর পেছনদিকে তাকাতে হয়নি। রক্ষণভাগ শক্ত রেখে আক্রমণের ধার ক্রমশ বাড়াতে থাকলে ৭১ মিনিটের মাথায় ক্ষরাং জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। বীরেন্দ্র ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়রা তেমন কোনও সুযোগ বের করতে পারেনি গোল পরিশোধ করে খেলায় গোল ব্যবধান কমিয়ে আনতে। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ের সুবাদে জয়ের হ্যাট্রিক করে ত্রিপুরা স্পোর্টস স্কুল আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ৯ পয়েন্ট পেয়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিংকু দে, অরিন্দম মজুমদার, তপন কুমার নাথ ও অসীম বৈদ্য। দিনের খেলা: বেলা সাড়ে তিনটায় এনএসআরসিসি বনাম ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।