ইস্তফা দিলেন ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি, কারণ জানালেন ব্যক্তিগত

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করলেন ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি। ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ও ট্রেনিং সূত্রের খবর, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি। তবে, তাঁর পদত্যাগ এখনও গৃহীত হয়নি।  কারণ ব্যক্তিগত বললেও, এই ইস্তফাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।২০২৯ সালের মে মাস পর্যন্ত ইউপিএসসি-র চেয়ারম্যান পদে থাকার কথা মনোজের, মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।, আনুষ্ঠানিক সূত্র শনিবার জানিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, “ইউপিএসসি-র চেয়ারম্যান ব্যক্তিগত কারণ উল্লেখ করে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তা এখনও গ্রহণ করা হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *