আগরতলা, ২০ জুলাই: ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মন্ডলের ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত ৫১ নং বুথের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন ঝুলন্ত ব্রিজ এলাকায় ওই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিনের উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব এবং ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা।
এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ।