দিল্লিতে শুরু বিমসটেক-এর বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : বিমসটেক-এর বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন বৃহস্পতিবার দিল্লিতে শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বৃহস্পতিবার নতুন দিল্লিতে দ্বিতীয় বিমসটেক বিদেশ মন্ত্রীদের বৈঠকে তাঁর সমকক্ষদের স্বাগত জানান। বিদেশমন্ত্রী এক্স মাধ্যমে জানান, “বিমসটেক সহযোগিতার প্রতি নতুন শক্তি, সম্পদ এবং প্রতিশ্রুতি সঞ্চার করতে সহায়ক হবে আজকের আলোচনা।”

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এদিন বলেছেন, “আমাদের বার্তা স্পষ্ট হওয়া উচিত, আমরা সকলেই নতুন শক্তি, নতুন সংস্থান এবং বঙ্গোপসাগরের দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি নতুন প্রতিশ্রুতি সঞ্চার করতে দৃঢ় প্রতিজ্ঞ।” জয়শঙ্কর আরও বলেছেন, “বিমসটেক চার্টার এই বছরের ২০ মে থেকে কার্যকর হয়েছে৷ বৈশ্বিক এবং আঞ্চলিক উন্নয়নগুলিও এটা অপরিহার্য করে তোলে যে আমরা নিজেদের মধ্যে আরও সমাধান খুঁজে বের করি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *