নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১০ জুলাই: কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে এবং কল্যাণপুর স্কাউটস এন্ড গাইডসের সহযোগিতায় দুইদিনব্যাপী কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে দুর্যোগ মোকাবেলা এবং ভূমিকম্পের মহড়ার প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ ছিল তার প্রথম দিন এবং আগামীকাল হবে ভূমিকম্পের মহড়া। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক দেববর্মা, স্কাউট মাস্টার ও মাস্টার ট্রেনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অভিজিৎ আচার্য্য এবং ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন অজিত সূত্রধর, তাছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর অধ্যক্ষ মোহনলাল ঘোষ।
এই প্রশিক্ষণে বিভিন্ন ধরনের দুর্যোগের সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষের কি করনীয় সেই বিষয়ে মূলত প্রশিক্ষণ দেওয়া হয়।এই প্রশিক্ষণের বিষয়ে বলতে গিয়ে অধ্যক্ষ শ্রী ঘোষ বলেন যে ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্র ছাত্রীরা যখন দুর্যোগ মোকাবেলা বিষয়টি ভালো করে প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং এই বিষয় সম্পর্কে তার পরিবার পরিজনের সাথে আলোচনা করবে।
তখন প্রত্যেকটি পরিবার বিভিন্ন দুর্যোগের হাত থেকে অতি সহজেই রক্ষা পেতে পারে। তাই বিশেষ করে ছাত্র-ছাত্রীদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।