সিডনি, ৯ জুলাই (হি. স.) : গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার জানিয়েছিলেন, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালটাই তাঁর শেষ ওয়ানডে ছিল। আর কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটাই অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ার হয়ে খেলার যদি প্রয়োজন হয় তাহলে তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে প্রস্তুত!
ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ওয়ার্নার, বলেছেন ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাই, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে রাজি আছি।’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখন কী করে সেটাই দেখার।