লখনউ, ২৮ আগস্ট (হি.স.) : সংঘের স্বয়ংসেবকদের সমাজ পরিবর্তনে সহযোগী হয়ে উঠতে হবে| সংঘের কাজকর্ম অনেক
বেড়েছে| এজন্য এই পরিবর্তনে সমাজও আমাদের কাছে বেশি আশা করে বলে মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ডাঃ মোহনরাও ভাগবত| শনিবার এখানকার নিরালানগরের মাধব সভাগৃহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বস্তি প্রমুখদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন| অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ পরিবর্তনে স্বয়ংসেবকদের দায়িত্ব অনেক বেশি| সমাজের পরিবর্তনের প্রয়োজন আছে, এটা সবাই মনে করেন| কিন্তু সবার আগে নিজেদের পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজের পরিবর্তন করার জন্য তিনি আহ্বান জানান| তিনি আরও বলেন, সমাজকে নিজের ক্ষমতায় দঁাড় করাতে হবে| সরকারি সাহায্য বা অনুদান ছাড়াও সমাজের পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মনে করেন| তিনি বলেন, প্রথমে বস্তি এলাকায় আগে সংগঠনের শাখা তৈরি করতে হবে| সংঘের জন্য ব্যক্তি তৈরি করার পরিবেশ তৈরি করতে হবে| পরে তা বস্তি থেকে মহল্লার দিকে এগিয়ে যেতে হবে|
2016-08-29

